• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নতুন ডেঙ্গুরোগী নেই আজও 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৪:২৫ পিএম
নতুন ডেঙ্গুরোগী নেই আজও 
ডেঙ্গুবাহী এডিস মশা।

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচ জন। তাদের মধ্যে রাজধানীতে তিনজন এবং অন্যান্য বিভাগে দুইজন রোগী ভর্তি রয়েছেন।

শনিবার (২৯ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন ডেঙ্গুরোগী। এর মাঝে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১২০ জন।

এর আগে ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মাঝে মারা যান ১০৫ জন।

Link copied!